• Dhaka, Bangladesh
  • Info@4beats.net

অনলাইন পন্য

বর্ণনা:

বর্তমানে আলোচিত একটি শব্দ ই-কমার্স। যা প্রায়ই লোকমুখে আওড়াতে শোনা যায়। এটি বর্তমানে পণ্য, তথ্য ও সেবা দ্রুততম সময়ে মানুষের কাছে পৌঁছাতে জোরালো ভূমিকা রেখে চলেছে। তাই একে ইলেক্ট্রনিক কমার্সও বলা হয়ে থাকে। যেহেতু ই-কমার্স সময় ও দূরত্বের সীমাবদ্ধতা ছাড়াই পণ্য ও সেবা প্রদানের অপার সম্ভাবনাময় এক প্লাটফর্ম তাই একে সঠিকভাবে কাজে লাগানোর অভিপ্রায় থেকেই আমাদের এই উদ্যোগটি নেয়া। সে লক্ষেই কাজ করে চলছে onlineponno.com . চলমান জীবনের শত ব্যস্ততার ফাঁকে মানুষ যেন ঘরে বসেই স্বাস্থ্যসম্মত, হালাল পণ্যটি সহজে সংগ্রহ করতে পারে এমন লক্ষ্য নিয়েই “অনলাইন পণ্য” যাত্রা শুরু করেছে।
ওয়েব : onlineponno.com
সমাজসেবা অধিদফতর, আগারগাঁও, ঢাকা